মানবতা
কেঁদেছেন, কাঁদিয়েছেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/13/photo-1481606100.jpg)
কিছু বাস্তবিক ঘটনা মাঝেমধ্যে রূপকথার গল্পকেও হার মানায়।নিজেকে তখন তুচ্ছ কিছু মনে হয়।কিন্ত যে মানুষ রূপকথার মতো ঘটনা বাস্তবে জন্ম দেন, তাঁকে তো হিরো না বলে উপায় নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অন্যরকম মানবিক গল্পের হিরো পুলিশ কনস্টেবল শের আলীর গল্প শুনি। যিনি নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন পুরো দেশকে।
চট্টগ্রামে কর্মরত শের আলী বিগত রোববার তিনদিনের ছুটি নিয়ে দুপুরের খানিক আগে বাড়িতে পৌঁছা মাত্রই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় বাস উল্টে যাওয়ার দুর্ঘটনার খবর শোনেন । দুর্ঘটনাস্থল থেকে বাড়ি খুব কাছে হওয়ায় তিনি কয়েকজন প্রতিবেশীকে নিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রায় তিন ঘণ্টা পর বাসের ভেতরে ব্যাগ রাখার জায়গায় এক শিশুকে আটকে থাকতে দেখেন তিনি। ব্যাগ রাখার স্থানে শিশুটির মাথা থেকে চোখ পর্যন্ত আটকে ছিল তখন। সেটি ফাঁক করে মেয়েটিকে উদ্ধার করার পর শের আলী আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর তিনি শিশুটিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকেন হাসপাতালের উদ্দেশে। যে কান্নার দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় মানবিকতার প্রতিচ্ছবি হয়ে ঝড় তুলছে।
সারা দেশে পুলিশের প্রতি মানুষের যে নেতিবাচক মনোভাব, সেই মনোভাব পাল্টাতে আরো অনেক শের আলী আমাদের প্রয়োজন।
লেখক : রম্য লেখক ও স্ট্যান্ড আপ কমেডিয়ান