ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দেশে ফিরছেন সেই সুমি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সৌদি আরবে নির্যাতিতা বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তারকে (২৬) গত ৪ নভেম্বর জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নাজরান পুলিশ প্রধানের সহযোগিতায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর সুমির দেশে যাওয়া নিয়ে শুরু হয় নানা জটিলতা।
এদিকে সুমির নিয়োগকর্তা সৌদি কফিল সুমিকে সৌদিআরবে নিয়ে আসা পর্যন্ত তাঁর খরচ বাবদ ২২ হাজার সৌদি রিয়াল দাবি করেছেন। অন্যথায় তিনি সুমিকে ফাইনাল এক্সিট বা দেশে যাওয়ার অনুমতি দিবেন না বলে জানিয়েছেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসানের পর আজ রোববার জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজরান শহরের শ্রম আদালতে জেদ্দা কনস্যুলেটের প্রতিনিধির উপস্থিতিতে সুমি আক্তারের বিষয়টির শুনানি হয়। এতে সুমির নিয়োগ কর্তার দাবিকৃত ২২ হাজার সৌদি রিয়াল ফেরত দেওয়ার বিষয়টি নামঞ্জুর হয়। পাশাপাশি জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আবেদনের পরিপ্রেক্ষিতে সুমির কফিল তাঁকে দেশে ফেরার জন্য ফাইনাল এক্সিট প্রদান করেন।
সুমি আক্তারকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের প্রচেষ্টায় ওয়াজ আনার্স কল্যাণ বোর্ড ঢাকার অর্থায়নে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এরই মধ্যেই শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই সুমি আক্তার দেশে ফিরে যাবেন।
এর আগে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একটি প্রতিনিধি দল সুদূর নাজরানে সুমি আক্তারের সঙ্গে দেখা করে এবং সুমি আক্তার তাঁকে উদ্ধারের জন্য জেদ্দা কনস্যুলেটসহ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।