রিয়াদে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের অনুমোদিত কমিটি। রিয়াদের স্থানীয় ১৮ নম্বর এক্সিট তালুকদার কমিউনিটি সেন্টারে আনন্দ আয়োজনের মাধ্যমে প্রবাসে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কুমিল্লা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ জাকির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন ডালিম ও সাংগঠনিক সম্পাদক মহসীন আলম শান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুর রহমান বেলাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন ও জ্যেষ্ঠ সহসভাপতি আল মাসুম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী, হাবীবুর রহমান হাবীব, আল আমিন সরকার, সৈয়দ কামাল উদ্দিন, রবিউল হোসেন, সাঈদ আহমেদসহ প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি ও যুবদলের প্রবাসী নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিশাল এ আনন্দ আয়োজনে ছিল কেট কাটা ও নৈশভোজ। বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি শাহীন। তিনি দেশের মানুষের ভোটের অধিকার আদায়ে প্রবাসী যুব সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।