বন্যার্তদের জন্য বিএনপি অস্ট্রেলিয়া শাখার তহবিল

দেশের বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে তহবিল সংগ্রহ করা হয়েছে। এ উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর সিডনির একটি কমিউনিটি সেন্টারে ‘ফান্ড রাইজিং ডিনার’-এর আয়োজন করা হয়।
বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি মো. লুতফুল কবির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হাছান, ফান্ড রাইজিং অনুষ্ঠানের আহ্বায়ক ডা. আব্দুল ওহাব, বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট মোবারক হোসেন, অস্ট্রেলিয়া শাখার মহিলাবিষয়ক সম্পাদিকা মুনা মোস্তফা প্রমুখ।
বিএনপি নেতারা জানান, বন্যার্তদের জন্য উত্তোলনকৃত অর্থ খুব শিগগির কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে ক্যান্টারবেরি ব্যাংকস টাউন সিটি কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলর শাহে জামান টিটু ও মোহাম্মাদ হুদাকে বিএনপি অস্ট্রেলিয়া শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁরা সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনকালীন সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।