রিয়াদে এনটিভি প্রবাস বিনোদন দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয়ে সৌদি আরবের রিয়াদে এনটিভি প্রবাস বিনোদনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ২ নভেম্বর রিয়াদের আল-মারওয়ান কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি সাংস্কৃতিক ফোরাম রিয়াদ।
অনুষ্ঠান পরিচালনা করেন এনটিভি প্রবাস বিনোদনের অনুষ্ঠান প্রধান মোহাম্মাদ মঞ্জুর আল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক আবদুল ওয়াহিদ খান বকুল।
শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় বিপুলসংখ্যক দর্শকশ্রোতাও দাঁড়িয়ে সুর মেলান।
অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ দূতাবাস বিদ্যালয়ের ইংরেজি বিভাগের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কারি আবদুল হাকিম, অনুষ্ঠানের স্পন্সর রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।
স্বাগত বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান প্রবাসী শিল্পী, কলাকুশলী, স্পন্সরসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার সহযোগিতায় প্রবাস বিনোদন অনুষ্ঠান নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ মোস্তফা, তওফিক এলাহী, তাজুল ইসলাম গাজী, এইচ এম নুরুল হক নুরু, মো. জাহাঙ্গীর আলম, ইসতিয়াক হোসেন খান তারেক, জয়নাল আবেদীন বাকের, নাসির চৌধুরী, ওমর ফারুক, পলাশ, সোহাগ আমজাদ, হাফিজ আহমেদ, মাহফুজ পাটওয়ারী, মাজহারুল ইসলাম মিটন প্রমুখ।
বক্তারা বলেন, এনটিভি প্রবাসেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আরো মানসম্মত অনুষ্ঠান উপহার দিয়ে এনটিভি প্রবাসীদের ব্যাপক আনন্দ ও বিনোদন দেওয়ার প্রত্যাশা করেন বক্তারা।
অনুষ্ঠানে দেশীয় নাচ, গান ও কবিতা পরিবেশন করা হয়। এনটিভি সাংস্কৃতিক ফোরামের নিজস্ব শিল্পী মামিতা ইসলাম, লিপ্সি, আঁখি, সীমা, প্রমা, আপন, উজ্জ্বল, সাকিব, সায়েমসহ অন্য সবার প্রাণবন্ত পরিবেশনা ছিল বেশ আকর্ষণীয়।
সৌদি আরবপ্রবাসী বাংলাদেশি পরিবার গভীর রাত পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।