সৌদি আরবে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

সৌদি আরবের মক্কায় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে মক্কা প্রাদেশিক বিএনপি। গত মঙ্গলবার মক্কার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিলন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজামান তপন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি এম জহির আহমেদ, সহসভাপতি এম এ তাহের, সহসভাপতি হামিদুল হক হামিদ।
প্রধান অতিথি জয়নাল আবদীন ফারুক বলেন, ৭ নভেম্বর বাঙালির ইতিহাসে সেই দিন, যে দিন নিয়ে এসেছিল বাঙালির সত্যিকারের স্বাধীনতা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সেলিম উল্লাহ, গাজী কামাল, জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভায় মক্কা বিএনপি ও বিএনপির বিভিন্ন অঞ্চল কমিটির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।