স্পেনে প্রবাসীদের ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

মৌলভীবাজার অ্যাসোসিয়েশন ইন স্পেন-এর উদ্যোগে মাদ্রিদের রেতুরিও পার্কে গত ৪ আগস্ট উৎসব মুখর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রকৃতির নিবিড় ছায়ায় ও সবুজ গাছের শামিয়ানায় এ আয়োজনে বাংলাদেশের প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চার শতাধিক প্রবাসীর অংশগ্রহণে পরিবার-পরিজন নিয়ে ঈদ পুনর্মিলনী পরিণত হয় এক মিলনমেলায়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংবাদিক নুরুল ওয়াহিদ ও বকুল খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. শাখাওয়াত হোসেন, এস আশফাকুল ইসলাম, আল মামুন, আব্দুল কাইউম পঙ্কি, মিনহাজুল আলম মামুন, কামরুজ্জামান সুন্দর, রমিজ উদ্দিন, নাজমুল ইসলাম নাজু, খায়রুজ্জামান জামান, সঞ্জু মিয়া, শিপার আহমেদ, ইসলাম উদ্দিন, আকরামুল হক, ইফতেখার আলম, কাওসার আহমেদ, ফজির আলী নাদিম, আকাশ ফাহমিদ। এ সময় উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল ইসলাম, আবদুল কাইউম সেলিম, ফয়জুর রহমান বড় ভাই, আবদুল কাইউম মাসুক, সাইফুল ইসলাম, সোহেল আহমেদ সামছ্, লুতফুর রহমান, আবু জাফর রাসেল, হুমাউন কবির রিগ্যান, লুতফুর রহমান ইদ্রিস, আইয়ুব আলী, মাহবুবুর রহমান, সুমন হাওলাদার প্রমুখ।
কমিউনিটি লিডার, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক কর্মী ছাড়াও বিভিন্ন শহর থেকেও শতাধিক প্রবাসী এ অনুষ্ঠানে অংশ নেন। অতিথিরা একে অন্যের ঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পুনর্মিলনীকে কেন্দ্র করে স্বদেশে স্বজনদের ছেড়ে দূরদেশে আসা প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেক স্বদেশিকে একসঙ্গে পাওয়ায় তাদের কাছে প্রবাসীদের এ মিলনমেলা ছিল এক টুকরো বাংলাদেশ। বক্তারা বলেন, প্রবাসে মৌলভীবাজার জেলার দেশ-বিদেশে আলাদা পরিচয় ও সুনাম। রয়েছে এ জেলার ঐতিহ্য। এসব সুনাম ও ঐতিহ্যকে বুকে ধারণ করে প্রবাসের মাটিতেও স্ব-গৌরবে উজ্জ্বীবিত থাকতে হবে। তবেই আমাদের নির্ধারিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে।
শাওন আহমেদের পরিচালনায় সুরমা শিল্পীগোষ্ঠীর সংগীতশিল্পী সোহেলের পরিবেশিত গানও সবাই উপভোগ করেন।