মক্কায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন
সৌদি আরবের মক্কা নগরীতে পালন করা হলো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সরাইয়ার একটি কমিউনিটি সেন্টারে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুবদলের মক্কা সরাইয়া আঞ্চলিক শাখা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদল মক্কা সরাইয়া আঞ্চলিক শাখার সভাপতি কাশেম আহম্মদ হারুন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. ফাহাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মঈনুল ইসলাম হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার হেলাল। প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জহির আহমেদ, মোজাম্মেল হোসেন মিলন ও আবুল কালাম আজাদ।
মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মক্কা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, আবদু শুক্কুর, দেলোয়ার হোসেন ও ফরিদুল আলম এই অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমান গণমানুষের আস্থার প্রতীক। বাংলাদেশসহ পৃথিবীর কোনো রাজনীতিতে তারেক রহমানের মতো এমন বহুমুখী প্রতিভা নেই বলে উল্লেখ করেন তাঁরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মক্কা সালাহ উদ্দিন মুক্তি পরিষদের সভাপতি শওকত ইসলাম চৌধুরী বাহাদুর, জাহেদুল ইসলাম বাবু, আমান উল্লাহ আমান, বিএনপি সরাইয়া আঞ্চলিক কমিটির সভাপতি হামিদুল হক হামিদ, মো. আলী জিন্নাহ, গিয়াস উদ্দিন, শামসুল আলম হিমু, মো. আলম ও আবদুল খালেক।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।