সৌদি আরবে ফুলেল শুভেচ্ছা আশরাফ উদ্দিন নিজানকে

সৌদি আরবের রিয়াদে গত সোমবার বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানকে ফুলেল শুভেচ্ছা দেন বিএনপি, যুবদল ও তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের নেতারা। এ সময় তিনি মতবিনিময় করেন স্থানীয় নেতাদের সঙ্গে।
সংক্ষিপ্ত মতবিনিময়ের সময় আশরাফ উদ্দিন নিজান বলেন, সাহসের সঙ্গে রাজপথে নামতে হবে, তবেই সংগ্রাম সফল হবে। বিজয় লাভ সহজ হবে। বিএনপির সবচেয়ে বড় শক্তি দলটির তৃণমূলের নেতা ও কর্মীরা। এ তৃণমূলের লোকদের কারণেই ১/১১-তে দল ও জিয়া পরিবার লাভবান হয়েছে।
আশরাফ উদ্দিন আরো বলেন, আগামীতে এবং সব সময় বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে তৃণমূলের লোকদের পরিশ্রম ও ত্যাগের কথা মনে রেখে তাঁদের মূল্যায়ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইনশাআল্লাহ দেশের মানুষ যখনই সুযোগ পাবে, নিজের ভোট নিজে দিতে পারবে, তখনই দেশ ও জাতি অতীতের মতো বিএনপি ও ধানের শীষের প্রতি গণরায় দেবে। গণতান্ত্রিকভাবে ভোট হলে দেশবাসী নিজের ইচ্ছায় ভোট দেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগ অস্তিত্বহীন হবে। জনরোষ ও জুলুম-অত্যাচারের জন্য আওয়ামী লীগকে পালিয়ে বেড়াতে হবে।
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি আ ক ম রফিকুল ইসলাম মনোনীত বিএনপির প্রতিনিধিদলে মতবিনিময়ে অংশগ্রহণ করেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক ও সৌদি আরব তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চান, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুব দলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাংগীর আলম, তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু।