ইউনেসকোর স্বীকৃতি : বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে সৌদি আরবে আলোচনা

সৌদি আরবের রিয়াদে গত শনিবার বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেসকোর স্বীকৃতি দেওয়ায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের উপ-মিশনপ্রধান ড. মো. নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন দূতাবাসের কার্যালয়প্রধান ড. মো. ফরিদ উদ্দিন আহমেদ।
এই অনুষ্ঠানটিকে তিন পর্বে ভাগ করা হয়। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ভিডিওচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিবিদ শামিম আবেদীন, ডা. রেজাউল করিম, খাদেমুল ইসলাম মোহা গোফরান, ফারুক হুসাইন, মো. শাহরিয়ার, আরিফুর রহমান কুদ্দুস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মো. আবুল হাসান, শ্রম কাউন্সিলর মো. সারোয়ার আলম, কাউন্সিলর মো. আসাদুজ্জামান, প্রেস সচিব (দ্বিতীয়) মো. ফখরুল ইসলাম, শ্রম সচিব (দ্বিতীয়) মো. শফিকুল ইসলামসহ অন্য দূতাবাস কর্মকর্তারা, রাজনৈতিক নেতা, সাংবাদিকরা প্রমুখ।