রিয়াদে বিজয় দিবস ও এনটিভি প্রবাস বিনোদন পর্ব-৩ অনুষ্ঠিত
সৌদি আরবের রিয়াদে ৪৬তম মহান বিজয় দিবসে বিজয় উৎসব উদযাপন করেছে এনটিভি সাংস্কৃতিক ফোরাম। একই সঙ্গে সংগঠনটি এনটিভির প্রবাস বিনোদন পর্ব-০৩ এই আয়োজন করে।
বিজয়ের এ দিনে গানে গানে সুরে সুরে, সময়ের সাথে আগামীর পথে আমরা আছি সবার সাথে...এ শিরোনামে অনুষ্ঠিত বিজয় উৎসবে প্রবাসী সব শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশাল এ আনন্দ উৎসবের শুরুতে সূচনা বক্তব্য দেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের অনুষ্ঠান প্রধান মোহাম্মাদ মঞ্জুর আল ইসলাম। তিনি নিয়মিত অনুষ্ঠান আয়োজনে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন ও এনটিভির প্রবাস বিনোদনের নিয়মিত শিল্পী জয়া হোসেন সীমা যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনটিভি দর্শক ফোরাম সৌদি আরবের সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি ড. রেজাউল করিম, রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যন ড. আনিসুর রহমান, বর্তমান সিগনেটরি প্রকৌশলী গোফরান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক ও কারি আবদুল হাকিমসহ রিয়াদ প্রবাসী সমাজের বিশিষ্টজনরা।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। আনন্দ উৎসবে এনটিভির প্রবাস বিনোদনের নিয়মিত শিল্পী মামিতা ইসলাম, নাশরা, প্রমা, আপন, উজ্জ্বল, ইকরা, সীমা, বনানী ইসলাম, জুলিয়া ইসলাম লিপ্সি, নিলুফার ইয়াসমিন আঁখি, তাসলিমা আহমেদ লিপি ও রিয়াদের ওস্তাদ শিল্পী রায়হান খানের নানা পরিবেশনা ছিল। উপস্থিত প্রবাসীরা তা দেখে প্রশংসা করেন। এমন আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে তাঁরা এনটিভির কাছে আশা করেন।
এনটিভির নিয়মিত আয়োজন কুইজ পর্বে বিজয়ী ২০ জন প্রতিযোগীকে ওয়াই এম কোম্পানির ব্যবস্থাপক শাহাবুদ্দীন শাহাব মূল্যবান উপহার সামগ্রী তুলে দেন। প্রজেক্টরের মাধ্যমে এনটিভিতে প্রচারিত গুরুত্বপূর্ণ দর্শক নন্দিত অনুষ্ঠানগুলো প্রচার করা হয়। বিপুল করতালির মাধ্যামে প্রবাসীরা এ আয়োজন উপভোগ করেন। গভীর রাত অবধি চলে বিশাল এ আয়োজন। প্রবাসী সব পেশার লোকজন আগামীতে এমন আয়োজন আশা করেন এনটিভির কাছে।