ভালোবাসা দিবসে সিডনি মাতাবেন তাহসান-মিনার

ভালোবাসা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত কনসার্টের পোস্টার। ছবি : এনটিভি
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে কনসার্টের আয়োজন করা হয়েছে।
সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে আয়োজিত এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ও মিনার।
কনসার্টের আয়োজক ‘মেড ইন বাংলাদেশ’-এর মুখপাত্র রায়হান সিদ্দিক জানান, এর আগেও সিডনিতে এ ধরনের আয়োজন হয়েছে। তবে এবারের আয়োজনটা হচ্ছে অনেক বড় পরিসরে। এরই মধ্যে কনসার্টকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এই কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এনটিভি।