মক্কায় ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে মক্কা আল-মোকাররমায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল শনিবার এই তিনজন বাংলাদেশি মারা যান। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
নিহত বাংলাদেশিরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মো. মতিউর রহমান (৫৯), পাসপোর্ট নম্বর-বি কিউ ০৩৮৯৬৫৪; বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এম এ বারাক হাওলাদার (৬২), পাসপোর্ট নম্বর-বি এম ০৪৪৪৮২৭ ও দিনাজপুর সদরের আক্তারুজ্জামান (৬২), পাসপোর্ট নম্বর-বি কিউ ০৯৩২৩৭৮।
চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা নগরীতে আট বাংলাদেশি ইন্তেকাল করেছেন। আজ রোববার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৩ হাজার ৬০৪ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন তিন হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৬০ হাজার ৩৭৮ জন।
আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।