জেদ্দায় বিএনপি নেতা বাবর মিয়ার মৃত্যুতে শোকসভা

সৌদি আরবের জেদ্দায় চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম উপদেষ্টা, ওমান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ফটিকছড়ি জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ বাবর মিয়ার মৃত্যুতে শোকসভা করা হয়েছে।
ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদি আরব শাখা গত শুক্রবার জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে এ শোকসভার আয়োজন করে।
ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদি আরব শাখার সভাপতি আহমেদ হাছান চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি ওমর ফারুক মানিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন।
প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আহমেদ রহিম চৌধুরী, হাটহাজারী জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক এম. নজরুল ইসলাম, বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক লৎফুর রহমান বাদশা, ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মঈনুল।
আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদি আরব শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, সাবেক ছাত্রনেতা এমদাদ আহমেদ, শাহ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় মক্কা ও জেদ্দা বিএনপির নেতাকর্মী ছাড়াও ফটিকছড়ির প্রবাসীরা উপস্থিত ছিলেন।