বাবার সঙ্গে মালয়েশিয়ায় গান গাইবেন হাবিব

জনপ্রিয় সুরকার, গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ মালয়েশিয়া আসছেন। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের উদ্যেগে পয়লা বৈশাখের অনুষ্ঠানে গান করবেন তিনি। সঙ্গে থাকবেন তাঁর বাবা নন্দিত পপস্টার ফেরদৌস ওয়াহিদ।
মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল বাশার জানান, মালয়েশিয়া প্রতি বছরের মতো আগামী ২০ এপ্রিল কুয়ালালামপুরের জালান কনলের ক্রাফট কালচারাল সেন্টারে দিনব্যাপী পয়লা বৈশাখ ও লোক মেলা অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মহ. শহীদুল ইসলামসহ সর্বস্তরের লোকজন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গান গেয়ে মাতাবেন নন্দিত পপস্টার ফেরদৌস ওয়াহিদ এবং জনপ্রিয় সুরকার, গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। এ ছাড়াও থাকছে ফ্যাশন শো, স্থানীয় শিল্পীদের নাচ-গান, র্যাফল ড্র, রকমারি দেশীয় খাবারের স্টল, লোকজ শিল্পের সমাহার ইত্যাদি।
মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি ও বাংলা গানের শ্রোতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক বাশার।