মালয়েশিয়ায় কন্টেইনারে চাপা পড়ে ১০ বাংলাদেশি আহত

মালয়েশিয়ার পেনাংয়ে কন্টেইনারের নিচে চাপা পড়ে ১০ বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
গত সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে প্রচণ্ড বৃষ্টির সময় কনটেইনারের পাশে অবস্থান নেওয়া বাংলাদেশিদের ওপর আঁছড়ে পড়ে একটি কনটেইনার।
মালয়েশিয়ান অনলাইন সংবাদ মাধ্যম সিনার সূত্রে জানা গেছে, পুলাও পেনাংয়ের কুয়ালা জালান বারু এলাকায় ভবন নির্মাণ সাইটে কর্মরত ১০ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪৫ বছর।
পেনাং ফায়ার সার্ভিস বিভাগের প্রধান সাধন মোক্তার সিনারকে বলেন, ‘সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে আমরা জরুরি ফোন পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করেন।’
দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মুষলধারে বৃষ্টির সঙ্গে বাতাসের কারণে কন্টেইনারগুলো তাদের ওপর আঁছড়ে পড়ে। হতাহত বাংলাদেশিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান উদ্ধারকর্মীরা।