লন্ডনে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট সোমবার শুরু

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৫ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট ২০১৬। লন্ডনের অন্যতম ক্রিকেট ভেন্যু হেকনি মার্শ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের এ ক্রিকেট টুর্নামেন্ট।
ব্রিটেন ও ইউরোপের ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্ট ঘিরে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে বর্তমানে চলছে টানটান উত্তেজনা।
সুন্দরবন ক্রিকেট ক্লাব, সিলেট রয়েলস, সিলেট সুপার স্টার, খুশবো বেঙ্গল টাইগার, বাংলাদেশ সেন্টারসহ বিভিন্ন নামে বাংলাদেশকে তুলে ধরছে টুর্নামেন্টের দলগুলো। এরই মধ্যে এনটিভিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সব দলের অধিনায়কদের উপস্থিতিতে ১৬ দলের ড্র অনুষ্ঠিত হয়েছে।
কাল ৫ সেপ্টেম্বর সোমবার নকআউট ভিত্তিতে প্রথম রাউন্ড এবং কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টকে সফল করে তুলতে এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা হোসাইন ও এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার সোমবার ব্রিটেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের খেলার মাঠে উপস্থিত থেকে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান।