বৃষ্টি প্রার্থনার নামাজ পড়বেন যেভাবে
গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ট জনজীবন। অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে মানুষ, পশুপাখি, বৃক্ষ সব কিছুই হাঁপিয়ে উঠেছে। একটু বৃষ্টির জন্য সর্বত্রই চলছে হাহাকার। বৈশাখের প্রচণ্ড খরতাপে শুকিয়ে গেছে বেশিরভাগ খাল ও পুকুরের পানি। তীব্র এ গরম থেকে রক্ষা পেতে দেশের অনেক অঞ্চলের মানুষ ইস্তিসকার সালাত তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করছেন। জেনে নিন এ নামাজ আদায়ের নিয়ম।
যখন বৃষ্টির প্রবল প্রয়োজন হয় তখন সালাতুল ইস্তিকা আদায় করা মুস্তাহাব। তা আদায়ের হক পদ্ধতি হলো, নামাজের ইমাম একটি দিন নির্ধারণ করবেন। সেই দিন তিনি সব লোকদের নিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বনে অথবা খোলা কোনো প্রান্তে যাবেন। সেখানে আজান-ইকামাত ছাড়া দুই রাকাত নামাজ আদায় করবেন। নামাজে উচ্চস্বরে কিরাত পাঠ করবেন।
নামাজের পরে খুতবা দিবেন এবং খুতবার শুরুতে চাদর ঘুরিয়ে দিবেন। তারপর কেবলার দিকে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করবেন। মুসল্লিরা সবাই বসে বসে আমিন বলবে।
টানা তিনদিন ইস্তিসকার জন্য বের হওয়া মুস্তাহাব। (দারুল উলূম দেওবন্দের মুস্তাফাদ ফাতাবী: ৫/২৩৮, ২১৪ নং ফতোয়াতে উদৃত হয়েছে)।
বৃষ্টির নামাজে বিনয়-নম্রতার সঙ্গে গমন করা সুন্নত। একমাত্র আল্লাহ তাআলাই যে বান্দার সব প্রয়োজন পূরণ করেন—এই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখতে হবে।