কয়েক দশকের হজের স্বপ্ন পূরণ হলো সাফওয়ানের

মোহম্মাদ সাফওয়ান
মোহাম্মদ সাফওয়ানের বয়স ৬৬। হজ পালনের ইচ্ছে পুষে রেখেছিলেন কয়েক দশক ধরে। এবার তার ইচ্ছে পূরণ হলো। এতে এতোটাই উচ্ছ্বসিত তিনি। খবর আরব নিউজের।
মালয়েশিয়া এয়ার লাইন্সের বিমান নিরাপত্তা টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন সাফওয়ান। চাকরি থেকে অবসরের পর সামান্য সঞ্চয় দিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করেন তিনি। যখন দেশটির সরকার তার হজের আবেদন মঞ্জুর করল, তখন তার সন্তানরা তার স্বপ্ন পূরণে ২৬ হাজার মার্কিন ডলারের ব্যবস্থা করেন।

দেশটির দক্ষিণে জোহর থেকে আসা সাফওয়ান গতকাল বুধবার সৌদি প্রেস এজেন্সিকে জানান, পারিবারিক ঐক্য ও শক্তির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এতদিনের লালিত স্বপ্ন খুব কাছের মানুষের মাধ্যমে বাস্তবায়নের উচ্ছ্বাস বলে বোঝানো কঠিন।