অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের একাদশ নিয়েই আজ বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমেছে দুদল।
গতকাল প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের দল। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ। তবে জয়ে ফেরার মিশনে আগের ম্যাচের একাদশেই ভরসা রেখেছে অস্ট্রেলিয়া।
যথারীতি অস্ট্রেলিয়া তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে অসিরা। পেস বিভাগে মিচেল স্টার্কের সঙ্গে আছেন জশ হেইজেলউড ও অ্যান্ডু টাই। স্পিনে আছেন অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগার।
অন্যদিকে স্পিন উইকেটের কথা মাথায় রেখে স্পিন বোলারদের ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ। একাদশের আগে ম্যাচের মতোই আছেন দুই পেসার মুস্তাফিজ ও শরিফুল।
গতকাল মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩২ রান তাড়া করতেই নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়া। মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন নাসুম আহমেদ। দারুণ বোলিং করে ভূমিকা রাখেন সাকিব আল হাসান, মেহেদী হাসান, শরিফুল ইসলামরা।
মিরপুরের মন্থর ও টার্নিং উইকেটে স্পিনের সামনে ব্যাকফুটে ছিলেন মিচেল মার্শ ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা। মার্শই শুধু রানের দেখা পান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তাতে অল্প পুঁজি নিয়েও সাফল্য পায় বাংলাদেশ। সেই সাফল্য এবার দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া চায় জয়ে ফিরতে।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা।