ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ
শক্তিমত্তা, পরিসংখ্যান সবদিক দিয়েই বাংলাদেশ থেকে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। ভারত,পাকিস্তানের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল নাহিদারা। কিন্তু, সেই স্বপ্নকে আর বাস্তবে রুপ দেওয়া হলো না ব্যাটারদের ব্যর্থতায়। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
আজ রোববার (২৪ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৪.১ ওভারে স্কোরবোর্ডে মাত্র ৯৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৩.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
৯৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ১৮ রানের মাথায় ফিব লিচফিল্ডের উইকেট হারায় দলটি। ৭ বলে ৫ রান করে ফেরেন তিনি। এরপর দ্রুতই ফেরেন আরেক ব্যাটার অ্যালিসা হিলি। দলীয় ২৪ রানের মাথায় রাবেয়া খানের বলে নাহিদা আক্তারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ১৫ রান।
দ্রুত দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে অস্ট্রেলিয়া। এলিসা পেরি ও বেথ মুনির ব্যাটে সেই চাপ সামালের চেষ্টা করে দলটি। তবে, তাদের জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ৩৯ রানের মাথায় সুলতানা খাতুনের বলে ১২ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। তাহলিয়া ম্যাকগ্রাথকে নিয়ে রানের চাকা সচল রাখেন পেরি।
দলীয় ৬০ রানের মাথায় ম্যাকগ্রাথের বিদায়ে চতুর্থ উইকেট হারায় দলটি। ২২ বলে ১০ রান করে রান আউট হয়ে ফেরেন এই ব্যাটার। এরপর অ্যাশলি গার্ডনারকে নিয়ে বাকি কাজটা সারেন পেরি। এই জয়ে দাপটের সঙ্গেই সিরিজ নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার ফারজানা হক ও সোবহানা মোস্তারি মিলে ১৭ রানের জুটি গড়েন। তবে, এরপরই ছন্দপতন। সোবহানার বিদায়ের পর একে একে সাজঘরের পথ ধরেন মুরশিদা-নিগার সুলতানারা। সবমিলিয়ে মাত্র ৫৬ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এরপর লেজের সারির ব্যাটারদের চেষ্টায় কোনোমতে দলীয় স্কোর শতরানের কাছে নিয়ে যায় বাংলাদেশ।