হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১৫৬
টানা দুই জয়ে সিরিজ পকেটে পুরেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এই ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশের স্বাদ। এমন ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সফরকারীরা। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১৫৬ রান।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৫৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান এসেছে অধিনায়ক অ্যালিসা হ্যালির ব্যাট থেকে।
মিরপুর শেরেবাংলায় এদিন টস জিতে ব্যাটিং বেছে নেয় অসিরা। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। ষষ্ঠ ওভারে সেই ছন্দ ভাঙেন শরিফা আক্তার। ১০ রানে ফেরেন বেথ মুনি।
দলীয় ৬২ রানে থামেন অ্যালিসা। নাহিদা আক্তারের বলে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অসি অধিনায়ক। ২৯ বলে ৬ বাউন্ডারি আর দুই ছক্কায় সাজানো ছিল তার ৪৫ রানের ইনিংসটি।
অ্যালিসার পর চড়াও হন ম্যাকগ্রেথ। শেষ পর্যন্ত উইকেটে থেকে তিনিও উপহার দেন ২৯ বলে ৪৩ রানের ইনিংস। বাকিরাও রাখেন ছোট ছোট অবদান। তাতে করে নির্ধারিত ওভারে শক্ত পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে বল হাতে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে নেন রাবেয়া ও শরিফা আক্তার।