অলিম্পিক চলাকালীন টোকিওতে করোনায় আক্রান্ত বাড়ছে
টোকিওতে একদিকে চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। অন্যদিকে শহরে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এপির খবরে জানা গেছে, গতকাল বুধবার টোকিওতে আক্রান্ত হয়েছিলেন ৩,১৭৭ জন, আজ বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬৫ জনে। এক সপ্তাহের মধ্যে তা দ্বিগুণ।
আজ করোনায় আক্রান্ত হয়ে অলিম্পিক থেকে ছিটকে গেছেন বিশ্বচ্যাম্পিয়ন পোলভল্টার স্যাম হেনড্রিকস। টোকিওতে যাওয়ার পর তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর বাবা জানিয়েছেন, স্যামের শরীরে কোনো উপসর্গ নেই।
২০১৬ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন স্যাম। চলমান অলিম্পিকেও তাঁর পদক জয়ের সম্ভাবনা ছিল।
আয়োজকরা জানিয়েছে, করোনায় আক্রান্ত দুই বিদেশি ক্রীড়াবিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই সুস্থ আছেন। তবে তাঁদের নামপ্রকাশ করা হয়নি।
আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, গেমসের সঙ্গে জাপানের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই।
গেমসের মুখপাত্র মাসা তাকায়া বলেন, ‘গেমস সুরক্ষিতভাবে আয়োজন করার জন্য সঠিক পথেই আছি আমরা।’