ম্যারাথনের স্বর্ণ ধরে রাখলেন কিপচোগে
রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকেও ম্যারাথনের স্বর্ণ ধরে রেখেছেন কেনিয়ার দৌড়বিদ এলিউড কিপচোগে। রিও অলিম্পিকের কাছাকাছি সময় নিয়ে টোকিওর স্বর্ণ নিজের করে নিলেন এই দৌড়বিদ।
আজ রোববার সাপ্পোরোতে ২ ঘণ্টা ৮ দশমিক ৩৮ মিনিট সময় নিয়ে ম্যারাথনে সেরা হয়েছেন কিপচোগে। রিও অলিম্পিকে ২ ঘণ্টা ৮ দশমিক ৪৪ মিনিট সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।
আজ এই ইভেন্টে মৌসুম সেরা টাইমিং করলেও নেদারল্যান্ডসের আবডি নাগি সেরা হতে পারেননি। ২ ঘণ্টা ৯ দশমিক ৫৮ মিনিট সময় নিয়ে রুপা জিতেছেন তিনি। মৌসুম সেরা টাইমিং করা বেলজিয়ামের বাশির আব্দি জিতেছেন ব্রোঞ্জ। তাঁর সময় লেগেছে ২ ঘণ্টা ১০ মিনিট।
স্বর্ণ জয়ের পর নিজের সাফল্য নিয়ে কিপচোগে বলেন, ‘এই সময়ে এ সাফল্য আমার কাছে অনেক কিছু। গত বছরটা আসলেই কঠিন ছিল, টোকিও অলিম্পিকস স্থগিত হয়ে গিয়েছিল। স্থানীয় আয়োজকরা শেষ পর্যন্ত আসরটি আয়োজন করায় আমি খুশি। এটা দেখাচ্ছে, বিশ্ব সঠিক পথেই চলছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সঠিক বাকবদলের মধ্যে আছি আমরা।’