শট পুটে স্বর্ণ ধরে রাখলেন রায়ান ক্রাউজার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/05/2021-08-05t100139z_1440501949_rc2yyo9k2ib1_rtrmadp_3_olympics-2020-ath-m-shotput-medal.jpg)
পুরুষদের শট পুটে এবারও স্বর্ণ ধরে রাখলেন যুক্তরাষ্ট্রের রায়ান ক্রাউজার। শুধু তাই নয়, রিও অলিম্পিকের চেয়েও বেশি দূরুত্বে গোলক নিক্ষেপ করে রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড গড়েই এই ইভেন্টের মুকুট ধরে রাখলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।
আজ বৃহস্পতিবার টোকিও অলিম্পিক স্টেডিয়ামে শট পুটে ২৩ দশমিক ৩০ মিটার দূরত্বে গোলক নিক্ষেপ করে স্বর্ণ জিতেন ক্রাউজার। এর আগে ২০১৬ সালের আসরে ২২ দশমিক ৫২ মিটার দূরত্বে গোলক নিক্ষেপ করেছিলেন ক্রাউজার।
তবে রিও অলিম্পিকের রেকর্ড ভাঙতে পারলেও নিজের গড়া বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি ক্রাউজার। গত জুনে অলিম্পিক ট্রায়ালে ২৩ দশমিক ৩৭ মিটার দূরত্বে গোলক ছুঁড়ে বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।
![](http://www.uae.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/08/05/2021-08-05t033659z_907715651_sp1eh850a1kfd_rtrmadp_3_olympics-2020-ath-m-shotput-fnl.jpg 687w)
এই ইভেন্টের রুপা জিতেছেন ক্রাউজারেরই আরেক সতীর্থ জো কোভ্যাক্স। তিনি ২২ দশমিক ৬৫ দূরত্বে গোলক ছুঁড়ে দ্বিতীয় হয়েছেন। আর নিউজিল্যান্ডের টমাস ওয়ালশ জিতেছেন ব্রোঞ্জ। ২২ দশমিক ৪৭ মিটার দূরুত্বে গোলক পাঠিয়ে তৃতীয় হয়েছেন তিনি।