অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির আর নেই
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এ এস এম আলী কবির আর নেই। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি অইন্না ইলাহী রাজেউন।
প্রায় এক মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আলী কবির। পেশাগত জীবনে তিনি পুর্ণ সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।
পেশাগত জীবন থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মনোনীত হন। গত এক দশকের বেশি সময় তিনি দেশের অন্যতম শীর্ষ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ক্রীড়া ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পদক জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ২০১৬ সালে।
আলী কবিরের মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির বাইতুল আমান জামে মসজিদে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
জানাজা শেষে তাঁকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়। জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশন (বিওএ), ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সকালে সাড়ে ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে, পরে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ সচিবালয় মসজিদে প্রাঙ্গণে বেলা ১১টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।