বিশ্ব অ্যাথলেটিকসের সেমিতে বাংলাদেশের ইমরান
বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। লন্ডন প্রবাসী এই অ্যাথলেট ৬০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।
২৮ বছর বয়সী ইমরান বাংলাদেশের দ্রুততম মানব। এই প্রথম তাঁর হাত ধরে বাংলাদেশ আসরের সেমিতে ওঠে। আজ শনিবার সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইমরান ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেন।
বিশ্বের দ্রুততম মানব ইতালির মার্সেল জেকবস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর জেরড ইলকক ও মালদ্বীপের সাঈদ সেমিতে উঠেছেন।
গত জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে সেরা হন ইমরান। এর আগে ২০১৪ ও ২০১৬ সালে ব্রিটিশ ইউনিভার্সিটি ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছিলেন তিনি। ইমরানের পৈতৃক বাড়ি সিলেট জেলার জালালপুরে।