আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে নেই ৬ কিউই ক্রিকেটার
ওয়ানডে সিরিজের মতো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও নেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ওয়ানডেতে ছিলেন না চোটের কারণে, টি-টোয়েন্টিতে থাকবেন না আইপিএলের জন্য। চোট কাটিয়ে আইপিএল খেলতে যাবেন উইলিয়ামসন। তাঁর বদলে কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।
আজ মঙ্গলবার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আইপিএলে খেলার জন্য এই সিরিজে খেলছেন না দলটির ছয় ক্রিকেটার। উইলিয়ামসন ছাড়া বাকি পাঁচজন হলেন – ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট ও কাইল জেমিসন।
নিয়মিতদের ছুটি দেওয়ায় টি-টোয়েন্টিতে প্রথমবার সুযোগ পেলেন ফিন অ্যালেন। এ ছাড়া চোট কাটিয়ে ফিরেছেন দুই পেসার লাকি ফার্গুসন ও অ্যাডাম। যদিও সিরিজ শেষে এই তিনজনও আইপিএল খেলতে যাবেন। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু আগামী ৯ এপ্রিল। আর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১ এপ্রিল। বর্তমানে ওয়ানডে সিরিজে লড়ছে দুদল।
আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড : টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।