আইপিএলে মুস্তাফিজের দারুণ বোলিং
আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে খুব একটা সাফল্য পাননি বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় ম্যাচে নিজেকে ভালোভাবে চিনিয়েছেন। তুলে নেন দুই উইকেট। আজ শনিবার সাকিব আল হাসানের কলকাতার বিপক্ষেও সাফল্য পেয়েছেন। নিয়েছেন এক উইকেট।
উইকেট একটি পেলেও চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়েছেন মুস্তাফিজ। শুধু তাই নয়, তাঁর দুটি ক্যাচ ফেলে দিয়েছেন ফিল্ডাররা। তা না হলে ঝুলি আরও সমৃদ্ধ হতো কাটার-মাস্টারের।
আইপিএলে এখন পর্যন্ত মুস্তাফিজ পাঁচ ম্যাচ খেলেছেন। তিন ম্যাচে তিনি উইকেট পেয়েছেন, আর দুটিতে পাননি। এখন পর্যন্ত মোট উইকেট পেয়েছেন চারটি।
রাজস্থান রয়্যালসের এই পেসার নিজের দ্বিতীয় ম্যাচে চার ওভার বল করে দুই উইকেট নেন। আর ২৯ রান খরচ করেছেন। তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে এক উইকেট পান। আর চতুর্থ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষ এবং প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে কোনো উইকেট পাননি তিনি।
আইপিএলে এর আগে দুটি দলে খেলেছিলেন মুস্তাফিজ। প্রথম আসরে খেলেছিলেন ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। পরের মৌসুমে একই দলের হয়েই খেলেন। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন তিনি। মাঝখানে দুই মৌসুম খেলেননি।