আইপিএলে যে পারিশ্রমিকে দল পেলেন মুস্তাফিজ
আইপিএলের মেগা নিলামে প্রথম ডাকে অবিক্রীত থেকেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে কোনো দলই আগ্রহ দেখায়নি। সাকিবের পর সবার আগ্রহ ছিল মুস্তাফিজুর রহমানের নিলাম নিয়ে। তবে সাকিবের মতো নিলামে হতাশ হতে হয়নি মুস্তাফিজকে। কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
সাকিবের সমান দুই কোটি রুপি ভিত্তিমূল্যতে নিলামে নাম দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে কাটার মাস্টারকে নিয়ে শুধু দিল্লিই আগ্রহ দেখায়। আর কেউ আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যতেই বিক্রি হলেন বাংলাদেশি পেসার।
গেল আসরে দুই কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। করোনাকালের ওই আসরে রাজস্থানের হয়ে মোটামুটি ভালো করেছেন বাংলাদেশি তারকা। তবুও এবার আর তারা আগ্রহ দেখায়নি।
গেল আসরের নিলামে মূল্য পেয়েছিলেন সাকিবও। গত বছর নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবার কলকাতা কিংবা কোনো দলই সাকিবকে নিয়ে আগ্রহ দেখায়নি।
এখনই অবশ্য সাকিবের দল পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখালে পরে আবার তাঁর নাম উঠতে পারে। সাকিব-মুস্তাফিজদের সঙ্গে বাংলাদেশ থেকে নিলামে নাম আছে তাসকিন আহমেদ, লিটন কুমার দাস ও শরিফুল ইসলামের।
বেঙ্গালুরুতে চলছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। দুই দিনব্যাপী চলবে এই নিলাম। এবারই প্রথম আইপিএল অনুষ্ঠিত হবে ১০ দল নিয়ে। নিলামে ১০টি দল সর্বোচ্চ ৮ জন করে বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৮০ জন বিদেশি ক্রিকেটার এই নিলাম থেকে দল পেতে পারেন।
এবারের আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়ে নিতে পারবে। সেই হিসেবে মোট ২৫০ জন ক্রিকেটার দল পেতে পারেন। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে ৩৩ জন ক্রিকেটারকে নিলামের আগেই দলে নিয়েছে। সর্বোচ্চ ২১৭ জন ক্রিকেটার নিলাম থেকে দল পাবেন।