আইপিএল থেকে ছিটকে পড়লেন জাদেজা
আইপিএলের বাকি অংশে আর খেলতে পারবেন না ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন চেন্নাই সুপার কিংসের এই তারকা।
চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে পাঁজরের চোটে আক্রান্ত হন জাদেজা। আমাদের আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে এবং তার আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা ভেবে আমরা তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।’
চেন্নাইয়ের এই কর্মকর্তা আরও বলেন, ‘জাদেজা বোলিং এবং ব্যাটিং করার সময় ব্যথা অনুভব করছিলেন। তাই আমরা ভেবেছিলাম তাকে বিশ্রাম দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা বিসিসিআইকেও জানিয়েছি।’
গত রোববার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচ মিস করেন জাদেজা। আজ ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সিএসকের একটি ম্যাচ রয়েছে। তারা ১২ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবং ১৫ মে গুজরাট টাইটানসের সঙ্গে লড়বে।