আগের ছন্দে ফিরতে চান মুস্তাফিজ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাঁর কাটারে মুগ্ধ ছিল ক্রিকেটপ্রেমীরা। অল্প দিনে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ বোলিং অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি।
কিন্তু বারবার চোটের বেড়াজালে আগের মতো ঠিকঠাক নিজেকে মেলে ধরতে পারছেন না মুস্তাফিজ। নিজেকে হারিয়ে খুঁজছেন বাঁ-হাতি এই পেসার। এর মধ্যেও নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চাইছেন আগের মতো বোলিং করতে। গতকাল মঙ্গলবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে এমনটাই জানালেন কাটার মাস্টার।
গতকাল দ্বিতীয় কোয়ালিয়াফায়ারে ঢাকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজ। পুরস্কার নিতে গিয়ে জানালেন পুরোনো ছন্দে ফিরতে কতটা মরিয়া তিনি।
মুস্তাফিজ বলেন, 'চেষ্টা করেছি অনুশীলনটা ভালোভাবে করার। জিম বলেন, ফিটনেস-রানিং—চেষ্টা করেছি কী করলে আমি আবারও আগের মতো বোলিং করতে পারি। সে সবই করে যাচ্ছি।'
বঙ্গবন্ধু কাপে সবচেয়ে সফল পেস বোলারেরা। মুস্তাফিজ নিজেও মোটামুটি ভালো করছেন। লকডাউনে ক্রিকেটারদের নিজ উদ্যোগে অনুশীলন করাকে এই সফলতার কারণ হিসেবে মনে করছেন মুস্তাফিজ, ‘সবমিলিয়ে এর আগে প্রেসিডেন্টস কাপ হয়েছিল। ওখানেই সবাই কমবেশি ভালো বল করেছিল। বিশেষ করে পেস বোলারেরা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও বোলারেরা ভালো করেছে। সব ক্রিকেটারেরাই যে ছয় মাসের মতো খেলা হয়নি, তখন চেষ্টা করেছে কীভাবে ফিট থাকা যায়। কী করলে ফিটনেস ধরে রাখতে পারবে। সবাই প্রায় কঠোর পরিশ্রম করেছে।'