আজ পুলে নামছেন দুই সাঁতারু
টোকিও অলিম্পিক গেমস থেকে এরই মধ্যে বাংলাদেশের তিন ক্রীড়াবিদ বিদায় নিয়েছেন। এখন আছেন দুই সাঁতারু এবং একজন অ্যাথলেট। আজ শুক্রবার দুই সাঁতারু জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম পুলে নামবেন। আর অ্যাথলেট জহির রায়হান ট্র্যাকে নামবেন ১ আগস্ট।
আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৮ মিনিটে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে নামবেন আরিফুল ইসলাম। ৪টা ২৮ মিনিটে একই ইভেন্টের জন্য পুলে নামবেন জুনাইনা আহমেদ। আরিফের সেরা টাইমিং ২৪.৯২ সেকেন্ড এবং জুনাইনার ২৯.৫ সেকেন্ড।
অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশের দুই সাঁতারুই বিদেশে থাকেন। আরিফ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে প্যারিসে উচ্চতর প্রশিক্ষণে ছিলেন। জুনাইনা লন্ডনে স্থায়ীভাবে থাকেন। কোচ নিবেদীতা দাস দুই সাঁতারুকে শেষ মুহূর্তের প্রশিক্ষণ দিচ্ছেন।
এদিকে প্রথম রাউন্ডেই থেমে গেছে আর্চার দিয়া সিদ্দীকির স্বপ্নযাত্রা। আজ বৃহস্পতিবার মেয়েদের রিকার্ভ এককের প্রথম রাউন্ডে বাংলাদেশের দিয়াকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বেলারুশের কারিনা দিওমিনসকায়া। প্রথম রাউন্ডে টাইব্রেকারে দিয়াকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়েছেন কারিনা দিওমিনসকায়া।
অথচ প্রথম সেটে এগিয়ে ছিলেন দিয়াই। তিন শটে মেরেছেন ৬, ৯, ৮ (২৩)। বিপরীতে কারিনা করেন ৪, ৯, ৯ (২২)।
এরপর দ্বিতীয় সেটে হোঁচট খেয়ে বসেন দিয়া। এক পয়েন্ট বাড়িয়ে সমতায় ফেরেন কারিনা। দ্বিতীয় সেটে কারিনা মারেন ৯, ৮, ৯ (২৬)। দিয়া মারেন ৯, ৭, ৯ (২৫)।
তৃতীয় সেটে আবার দুজন মারেন সমান-সমান। দিয়া মারেন ৭, ৯, ৯ (২৫)। কারিনাও মারেন ৯, ৮, ৮ (২৫)। এরপর চতুর্থ সেটে কারিনা মারেন ২৭। দিয়া এই সেটে ১০ মেরে ভালোভাবে শুরু করলেও পরে থেমেছেন ২৫ পয়েন্টে। পঞ্চম সেটে কারিনা মারেন ২৫ একইভাবে দিয়াও মারেন ২৫।