আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন টনি ক্রুস
আগামী বছর মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের ১৬ মাস আগে সবাইকে অবাক করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মানির তারকা ফুটবলার টনি ক্রুস।
ইংল্যান্ডের কাছে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে জার্মানি বাদ পড়ার দুদিনের মাথায় এই সিদ্ধান্ত নিলেন টনি ক্রুস। গতকাল শুক্রবার অবসরের ঘোষণা দেন এই তারকা মিডফিল্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ক্রুস লিখেছেন, ‘অনেক দিন ধরে ভেবেই আমি এই টুর্নামেন্ট (ইউরো চ্যাম্পিয়নশিপ) শেষে বিদায় বলার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। অনেক আগেই আমি বুঝতে পেরেছি, ২০২২ সালে কাতার বিশ্বকাপে আমি খেলব না।’
ক্যারিয়ারের বাকি সময় ক্লাব ফুটবল মাতাতে চান এই জার্মানি তারকা, ‘আগামী কয়েক বছরে আমি রিয়াল মাদ্রিদের হয়ে লক্ষ্য অর্জনে মনোযোগ দিতে চাই। এখন আমি নিয়মিত বিরতিও নিব, জাতীয় দলের খেলোয়াড় হিসেবে ১১ বছরের ক্যারিয়ারে যা পাইনি। এখন আমি বাবা হিসেবে আমার সন্তানদের পাশে ও স্বামী হিসেবে স্ত্রীর পাশে আরও বেশি সময় থাকতে চাই। জাতীয় দলের এই জার্সি এত দীর্ঘ সময় ধরে পরতে পারাটা ছিল সম্মানের।’
ক্রুস আরো লিখেছেন, ‘শেষে আমি কোচ জোয়াকিম লুভকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় ও বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন। তিনি আমার ওপর আস্থা রেখেছিলেন। আমরা মিলে সাফল্যের একটা গল্প লিখেছি। আপনার দলে খেলাটা দারুণ সম্মানের ছিল। আগামীর জন্য শুভকামনা।’
২০১০ সালে জাতীয় দলে অভিষেক হয় ক্রুসের। এরপর তিনি হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। জার্মানি জাতীয় দলের হয়ে মোট ১০৬ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে করেছেন ১৭টি গোল, সঙ্গে আছে ১৯টি অ্যাসিস্ট।