ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলতে চান আমির
গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এখন তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব পেতে আবেদন করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, তাঁর সন্তানরা এখন ব্রিটেনেই পড়াশোনা করছে। আমির সেখানেই তাদের বড় করে তুলতে চাইছেন। শুধু তাই নয়, ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলতে চান তিনি।
ক্রিকটেকারের খবরে জানা গেছে, আমির এখন আর পাকিস্তানে থাকছেন না। ইংল্যান্ডের বাসিন্দা। কিছুদিনের মধ্যে ব্রিটিশ নাগরিকত্ব পেতে পারেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, আগামী ছয়-সাত বছর ব্রিটেনে ক্রিকেট খেলার পরিকল্পনা তাঁর। ব্রিটিশ নাগরিকত্ব পেলে আইপিএলে খেলার ব্যাপারে কোনো বাধা থাকবে না তাঁর। আমির নিজেও আইপিএলে খেলার ব্যাপারে আশার আলো দেখছেন।
পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি একদিনের ম্যাচ এবং ৫০টি বিশ ওভারের ম্যাচে খেলেছেন আমির। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৫৯টি উইকেট। মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।