ইতিহাস গড়ে নাদালের অস্ট্রেলিয়ান ওপেন জয়
অবিশ্বাস্য এক লড়াই দেখল টেনিস বিশ্ব। পাঁচ সেটের লড়াইয়ের পরতে পরতে ছিল উত্তেজনা। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২-০তে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ সেটে রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভকে হারিয়ে শিরোপা জিতেন নাদাল।
আজ রোববার মেলবোর্নে রড লেভার অ্যারেনায় প্রায় পাঁচ ঘণ্টা ২৪ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ে ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে জিতে ২১তম মেজরের ট্রফি উঁচিয়ে ধরলেন ৩৫ বছর বয়সী নাদাল।
রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে সর্বোচ্চ ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের করে নিলেন নাদাল। এতদিন ফেদেরার ও জোকোভিচের সঙ্গে সমান ২০টি করে শিরোপা জয়ের রেকর্ড ছিল তাঁর। এবার তাঁদের ছাড়িয়ে গেলেন নাদাল।
অবশ্য এক পর্যায়ে মনে হয়েছিল নাদালের ২১তম গ্র্যান্ডস্ল্যাম জেতা হবে না। কারণ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এর আগে কখনোই দুই সেটে পিছিয়ে থেকে শিরোপা জেতেননি কেউ। এখানেও নাদাল রেকর্ড গড়লেন।
ফেদেরার ও জকোভিচকে ছাড়িয়ে গেলেও দুটি ফাইনাল কম খেলে রেকর্ড ২১তম গ্র্যান্ডস্ল্যাম জেতেন নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেনে শেষবার নাদাল শিরোপা জিতেছিলেন ২০০৯ সালে, ১৩ বছর পর নাদাল হারালেন মেদভেদেভকে।
যদিও চোটের কারণে তিন মাস আগেও নাদালের ক্যারিয়ার নিয়ে শঙ্কা জেগেছিল। সেই তিনিই মেলবোর্নে নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন।