উইম্বলডন : দ্বিতীয় রাউন্ডে সানিয়া মির্জা
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা উইম্বলডনের মিশ্র দ্বৈতের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মেট পাভিকের সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডের ম্যাচে ৬-৪, ৩-৬, ৭-৬ (৩) জিতেছেন তিনি। তারা ডেভিড ভেগা হার্নান্দেজ এবং নাতেলা জালামিডজে জুটিকে হারান।
সানিয়া এই মৌসুম শেষে অবসরের ঘোষণা দিয়েছেন। তাঁর চেক সঙ্গী লুসি হারাডেকা এর আগে মহিলাদের ডাবলস ইভেন্টের প্রথম রাউন্ডে হেরেছিলেন।
৩৫ বছর বয়সী ভারতীয় ২০১৫ সালে মার্টিনা হিঙ্গিসের সাথে প্রথম ডাবলসের শিরোপা জিতেছিলেন।
চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় সানিয়া মির্জা বলেন, ‘জীবনে এমন কিছু জিনিস আছে যা টেনিস ম্যাচ খেলার চেয়ে অগ্রাধিকার দেয় আমি এখন সেই পর্যায়ে আছি।’