এখনও শেবাগের মতো হতে পারিনি, বললেন দ্রাবিড়
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় তাঁর সময়ে সবচেয়ে প্রতিভাবান ব্যাটারদের একজন ছিলেন। ১৯৯৬ সালে টেস্ট এবং ওডিআইতে অভিষেক হয়েছিল ভারতীয় দলের সাবেক অধিনায়কের। দুই ফরম্যাটে যথাক্রমে ১৩,২৮৮ এবং ১০,৮৮৯ রান করেছিলেন। তিনিও চাপের মধ্যে পড়েছিলেন, ক্যারিয়ারে বাজে ফর্মের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। কিন্তু প্রায় সবসময়ই তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন হয়ে ওঠেন।
সাম্প্রতি পডকাস্ট 'ইন দ্য জোন'-এ, ভারতের প্রথম স্বতন্ত্র অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রার সাথে দ্রাবিড় কথা বলেছেন, কীভাবে ঘুরে দাঁড়াতে হয়।
এ ব্যাপারে দ্রাবিড় বলেন, ‘যদি আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাই, বেশির ভাগ সময়ই প্রচুর শক্তি ব্যয় করতাম, যখন খেলার মধ্যে থাকতাম না সেই সময়ও, নিজের খেলা নিয়ে ভাবতাম, সেটা নিয়ে চিন্তা করতাম। একটা সময়ে আমি বুঝতে পারি এটার কোনো প্রয়োজন নেই। আমার খেলার উন্নতিতে এটা কোনো কাজেই আসছে না। আমাকে তরতাজা থাকতে হবে এবং খেলার বাইরেও জীবন খুঁজে পেতে হবে।’
ভারতীয় কোচ উদহারণ টেনে বলেন, ‘আমি এখনও সবসময় বীরুর (বীরেন্দর শেবাগ) মতো হতে পারিনি। সে খেলার বাইরে থাকেল তা নিয়ে একদম ভাবতো না। আমি কখনই তা পারিনি। আমি একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করি, আমি সফলও হয়েছি।’