রাজস্থানের কোচ হয়ে ফিরলেন দ্রাবিড়
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত জাতীয় দলের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। তখন থেকে সবার কৌতূহল, তার পরবর্তী গন্তব্য কোথায় হবে? মিটেছে সেই কৌতূহল, মিলেছে প্রশ্নের উত্তর। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দ্রাবিড়কে। খবরটি আজ বুধবার (৪ সেপ্টেম্বর) জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
রাজস্থানের সঙ্গে দ্রাবিড়ের রয়েছে পুরোনো সম্পর্ক। ক্লাবটির ইতিহাসের সঙ্গে বেশ ভালোভাবে জড়িয়ে আছেন তিনি। ২০১২ ও ২০১৩ মৌসুমে ক্লাবের অধিনায়ক ছিলেন এই কিংবদন্তি। খেলা ছাড়ার পর ২০১৪ ও ২০১৫ সালে পালন করেন ক্লাব পরিচালক ও মেন্টরের দায়িত্ব।
কোচ হিসেবে দ্রাবিড়ের অভিজ্ঞতা অনেক। তার অদীনেই দীর্ঘ ১৩ বছর পর কোনো সংস্করণের বিশ্বকাপ জিতেছে ভারত (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪)। ভারতের কোচ হওয়ার আগে ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান কোচ ছিলেন দ্রাবিড়। ছিলেন ভারতীয় যুব দলের দায়িত্বে।
আইপিএলের প্রথম মৌসুমে শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। এরপর ১৬ আসর পার হলেও বদলায়নি দলটির ভাগ্য। ২০২২ সালে ফাইনালে উঠেও হার মানতে হয় গুজরাট টাইটান্সের কাছে। দ্রাবিড়ের হাত ধরে নতুন মৌসুমের ভাগ্য বদলের চেষ্টায় নেমেছে ফ্র্যাঞ্চাইজিটি।