ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে চিন্তিত দ্রাবিড়
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। কদিন আগেই অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া করার পর এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হার। শিষ্যদের এমন ব্যর্থতায় দলের ব্যাটিং গভীরতার ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
ওয়েস্ট ইন্ডিজের কাছে রীতিমতো বিধ্বস্ত হলো হার্দিক পান্ডিয়ার দল। ১৬৫ রান করে হারতে হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দুই ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। এই পরাজয়ে ফুটে উঠেছে ভারতের ব্যাটিং দুর্বলতা। বিষয়টি নিয়ে চিন্তিত হেড কোচ দ্রাবিড়ও।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয়, যে স্কোয়াড নিয়ে এখানে এসেছি, সেটায় কম্বিনেশন পরিবর্তন করার মতো সুযোগ ছিল না। কিন্তু সামনের দিকে যাওয়ার আগে, আমার ভাবনা, আমাদের এমন সব জায়গায় নজর দেওয়া উচিত, যেখানে আমাদের উন্নতির সুযোগ আছে।’
রাহুল দ্রাবিড় আরও বলেন, ‘আমাদের ব্যাটিং গভীরতা বাড়াতে আমরা মনোযোগ দিচ্ছি। নিজেদের সর্বোচ্চটা দিয়েই আমরা চেষ্টা করছি। তবে নিশ্চিতভাবেই আমরা খেয়াল করব, নিজেদের বোলিং দুর্বল না করেও নিজেদের ব্যাটিং লাইনআপ বড় করতে পারবো। এসব খেলা যেমন আগায়, তাতে রানের সংখ্যা ধীরে ধীরে বড় হতেই থাকে। যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, ১১ নম্বরে নামা আলঝারি জোসেফও বাজে বলে হিট করতে সক্ষম। তাই আপনি বুঝতেই পারছেন, কাদের ব্যাটিং লাইনআপ বড়।’
সামনেই বিশ্বকাপ এর আগে দলের এমন পরিস্থিতিতে খুশি নন দ্রাবিড়। এর ওপর কে এল রাহুল, শিখর ধাওয়ান ও ঋষভ পান্থের মতো ক্রিকেটাররা চোট কাটিয়ে ফিরে আসার অপেক্ষায়। তারা যোগ দিলে রাহুলের চিন্তা কিছুটা হলেও কমবে।