এবার ইউএস ওপেন মিস করছেন জকোভিচ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/26/joko.jpg)
বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামেও খেলা হচ্ছে না নোভাক জকোভিচের। ইউএস ওপেনে খেলার জন্য এন্ট্রি করলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। করোনার ভ্যাকসিন না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না তিনি। সে কারণেই এই আসরে খেলা হচ্ছে না তাঁর।
আল জাজিরার খবরে জানা গেছে, কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে এ নিয়ে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টে খেলতে পারছেন না জকোভিচ। এর আগে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে তিনি খেলতে পারেননি।
এরই মধ্যে জকোভিচ জানিয়ে দিয়েছেন, ইউএস ওপেন খেলতে যুক্তরাষ্ট্রে যাবেন না তিনি। টুইটে তিনি লিখেছেন, ‘দুঃখের বিষয় ইউএস ওপেন খেলার জন্য এ বছর নিউইয়র্কে যেতে পারব না আমি। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সতীর্থদের জন্য শুভ কামনা। দ্রুতই দেখা হবে টেনিস বিশ্ব!’
ইউএস ওপেন শুরু হচ্ছে আগামী ২৯ আগস্ট। এ বছর তিনি উইম্বলডন জিতেছেন।