এবার তুর্কমেনিস্তানের কাছেও হারল বাংলাদেশ
এশিয়ান কাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। এবার তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে লাল-সবুজের দল। এই ম্যাচে হারলেও বেশ লড়াই করেছেন জামাল-সোহেলরা।
আজ শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে তুর্কমেনিস্তান প্রথমে এগিয়ে যায়। ম্যাচের ৮ মিনিটে চতুর্থ কর্নার থেকে আন্নাদুরদিউয়ের গোলে এগিয়ে যায় তুর্কমেনিস্তান (১-০)।
দারুণ লড়াইয়ের আভাস দিয়ে চার মিনিটের ব্যবধানে গোল সমতায় নিয়ে এসে বাংলাদেশ। মোহাম্মদ ইব্রাহিমের করা গোলে ম্যাচে ফিরে জামালের দল (১-১)।
এই ব্যববধানে ম্যাচের শেষ পর্যায়ে চলে যায়, কিন্তু প্রতিপক্ষকে শেষ পর্যন্ত আটকাতে পারেনি বাংলাদেশ। দারুণ লড়াই করেও শেষ দিকে গোল খেয়ে বসে তারা।
৭৭ মিনিটে আলতিমিরাতকে আটকাতে পারেননি ডিফেন্ডার ইয়াসিন। এই ফরোয়ার্ডের গোলমুখে বাড়ানো আড়াআড়ি ক্রস ফাঁকায় থাকা আরসলান টোকায় জালে জড়িয়ে দেন (২-১)।
এর আগে প্রথম ম্যাচে বাহরাইনের কাছে দুই গোলে হেরেছিল বাংলাদেশ। এ নিয়ে আসরে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে তারা।
বাংলাদেশ ও তুর্কমেনিস্তান এর আগে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ২০০২ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছিল।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮, আর তুর্কমেনিস্তান আছে ১৩৪তম স্থানে।