এবার ২০০ মিটারে স্বর্ণ জিতলেন কানাডার দি গ্রাস
অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন তিনি। টোকিও অলিম্পিকের ২০০ মিটার স্প্রিন্টে কানাডার আন্দ্রে দি গ্রাস পেলেন দারুণ সাফল্য। জিতে নিলেন স্বর্ণপদক। আজ বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৯.৬২ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি।
১৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে রুপাপদক জেতেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক। ব্রোঞ্জপদক যুক্তরাষ্ট্রের নোয়াহ লিলেস। তিনি সময় নিয়েছেন ১৯.৭৪ সেকেন্ড।
এদিকে ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন এলেইন থম্পসন-হেরা। তাই অলিম্পিকে ‘ডাবল’–এর দেখা পেলেন তিনি।
গতকাল মঙ্গলবার ২১.৫৩ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে দৌড় শেষ করেন তিনি। এই ইভেন্টে এটি তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং। রুপা জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিয়ান এমবোম্বা ২১.৮১ সেকেন্ড সময় নিয়ে। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েলে টমাসের। আর জ্যামাইকার শেলি অ্যান ফ্রেজার চতুর্থ হয়েছেন।
এর আগে ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের ৩৩ বছরের পুরান রেকর্ড ভেঙে ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন থম্পসন-হেরা। ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন বেইজিং ও লন্ডন অলিম্পিকের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস।
১০০ মিটারে পদক বাইরে যেতে দেয়নি জ্যামাইকা। ব্রোঞ্জও জিতেছে তারা। জ্যামাইকান স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।
এই ইভেন্টের তিনটি পদকই পায় জ্যামাইকা। তৃতীয় হয়েছেন শেরিকা জ্যাকসন। ২০০৮ সালে মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।