ওয়ানডে ক্রিকেটকে বাদ দিতে বলছেন ওয়াসিম
ওয়ানডে ক্রিকেটে এখন আর উন্মাদনা খুঁজে পান না ওয়াসিম আকরাম। টি-টোয়েন্টির যুগে এই ফরম্যাটের ক্রিকেট তাঁর কাছে হয়ে উঠেছে ‘বিরক্তিকর’। তাই আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার থেকে ওয়ানডে বাদ কথা জানালেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।
টি-টোয়েন্টির যুগে ওয়ানডে ক্রিকেট অনেকটাই আলো হারিয়েছে। এ নিয়ে প্রায়ই কথা ওঠে। সম্প্রতি ওয়ানডে থেকে বেন স্টোকসের অবসরের পর প্রসঙ্গটি আবার উঠেছে। তাতে সুর মেলাতে গিয়েই ওয়াসিম ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পরামর্শ দিলেন।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের ভনি অ্যান্ড টাফার্স ক্রিকেট ক্লাব পডকাস্টে ওয়ানডে নিয়ে নিজের ভাবনার কথা জানান ওয়াসিম। পাকিস্তানি তারকা বলেন, ‘আমার মতে, ওয়ানডে ক্রিকেটটা ক্রিকেটারদের জন্য খুব ক্লান্তিকর হয়ে পড়েছে। টি–টোয়েন্টি ক্রিকেটের এই যুগে মনে হচ্ছে ওয়ানডে ক্রিকেট অতীত যুগের ব্যাপার। ক্রিকেটাররা এখন টেস্ট আর টি–টোয়েন্টি সংস্করণেই বেশি মনোযোগ দিচ্ছে। ওয়ানডে ক্রিকেট আমার মতে বিলুপ্তির পথে রয়েছে। তাই আমার মনে হয়,(ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়া) এটা করা উচিত।’
পাকিস্তানি তারকা জানান, ক্রিকেটাররা শুধু খেলতে সেই জন্যই নাকি খেলছেন, ‘খেলতে হবে, স্রেফ একারণেই ওয়ানডে খেলছে ক্রিকেটাররা। প্রথম ১০ ওভার পর অবস্থা হয়, ঠিক আছে, এখন কেবল বল প্রতি রান করি, একটি বাউন্ডারি মারি, চারজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের মধ্যে আছে, ৪০ ওভারে ২০০-২২০ রানের সংগ্রহ গড়ি। শেষ ১০ ওভারে চড়াও হয়ে আরও ১০০ রান করে দলগুলো। গড়পড়তা মানের হয়ে দাঁড়িয়েছে ওয়ানডে ক্রিকেট।’
বেন স্টোকসের অবসরের পক্ষেও মত দিয়েছেন ওয়াসিম, ‘তার (বেন স্টোকস) ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটি হতাশার, তবে আমি তার পক্ষে। এমনকি ধারাভাষ্যকার হিসেবে ওয়ানডে ক্রিকেট এখন আমার কাছে বিরক্তিকর, বিশেষ করে টি-টোয়েন্টি আসার পর। আমি ক্রিকেটার হিসেবেও এটা উপলব্ধি করতে পারছি। দুই ইনিংসে ৫০ ওভার করে, এরপর ম্যাচের আগে, পরে, লাঞ্চের সময় কথা বলা।’
পাকিস্তানি তারকা আরো বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ সহজ, চার ঘণ্টায় ম্যাচ শেষ। বিশ্ব জুড়ে লিগগুলোয় অনেক অর্থ পাওয়া যায়। আমি মনে করি, এটিই এখন আধুনিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ সংস্করণ। টি-টোয়েন্টি বা টেস্ট ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে।’