কঠোর পরিশ্রম করেছেন বলেই এই সাফল্য : রাহুল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/09/kholi-rahul.jpg)
দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। দুবাইতে গতকাল বৃহস্পতিবার বিরাট কোহলি তাঁর ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। ২০১৯ সালের পর প্রথম শতক করেছেন তিনি। আর টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন ভারতীয় সাবেক অধিনায়ক।
অনেক সমালোচনার পর দীর্ঘদিন পর কোহলি এই সেঞ্চুরি করেন। কোহলি দুই বছরেরও বেশি সময় ধরে চলা অবস্থার মাধ্যমে অনেক কিছু শেখেছেন বলে জানিয়েছেন কেএল রাহুল।
এ সম্পর্কে ভারপ্রাপ্ত অধিনায়ক কেএল রাহুল বলেন, ‘গত ২-৩ বছরে তার মানসিকতা ও কাজের নীতিতে কোনো পার্থক্য ছিল না। খেলার জন্য সে যেভাবে প্রস্তুতি নেয় তাতে কোনো পার্থক্য নেই। দেশের প্রতিনিধিত্ব করা এবং তার দলের জন্য ম্যাচ জেতার প্রতি মনোভাব। তার যে ইচ্ছা এবং আবেগ সবসময় একই ছিল।’
রাহুল আরও ব্যাখ্যা করে বলেন, ‘আমরা সংখ্যা নিয়েও খুব আচ্ছন্ন, শুধু সেঞ্চুরি হলেই একজন ব্যাটার ফর্মে আছে বলে মনে করা হয়— কিন্তু গত ২-৩ বছরে তার অবদানগুলো অসাধারণ ছিল। সে এখনও শীর্ষে আছে।’
‘তিনি কঠোর পরিশ্রম করেছেন, তিনি ধৈর্য ধরেছেন। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা হয়েছে। উত্থান-পতন প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ারের একটি অংশ। আপনি কীভাবে আপনার মানসিকতায় ভারসাম্য বজায় রাখেন, কীভাবে আপনি আজ আপনার সামনে যা আছে তার উপর ফোকাস করতে পারেন।’
রাহুল যোগ করেন, ‘আমি মনে করি যে সে গত কয়েক বছরে দুর্দান্ত ফোকাস করেছে। ড্রেসিংরুমে আমরা কেউই অবাক হই না। এমন নয় যে তার আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল।’