করোনা নেগেটিভ ইমরুল, দ্রুত ফিরছেন মাঠে
ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগেই করোনার দুঃসংবাদ পান শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। টুর্নামেন্টের আগে রুটিন টেস্টে করোনা পজিটিভ হয়েছেন তিনি। এরপর নিজ বাসাতেই কোয়ারেন্টিনে ছিলেন তিনি। আশার খবর হলো, করোনা থেকে বর্তমানে সেরে উঠেছেন এই ওপেনার। করোনা নেগেটিভ এসেছে তাঁর।
গত শুক্রবার করোনা টেস্টে পজিটিভ আসে ইমরুল কায়েসের। এ জন্য প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এখনো অংশ নিতে পারেননি তিনি। এ কদিন বাসায় থাকার পর অবশেষে করোনা থেকে সেরে উঠেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্রুতই মাঠে ফিরবেন শেখ জামালের এই ক্রিকেটার।
এক ফেসবুক স্ট্যাটাসে ইমরুল লেখেন, ‘আসসালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ কোভিড-১৯ পরীক্ষাতে নেগেটিভ। শিগগিরই মাঠে ফিরছি। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
ইমরুলকে ছাড়া এরই মধ্যে তাঁর দল শেখ জামাল চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে আর দুটিতে হেরেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে অবস্থান ৬ নম্বরে আছে শেখ জামাল।