তারুণ্যের হাতে ক্রিকেট ছেড়ে দেওয়ার আহ্বান কায়েসের
শেখ হাসিনা সরকারের পতনের পর চারদিকে সংস্কারের ডাক। যার যার জায়গা থেকে সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে। তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে সবাই। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসও এর ব্যতিক্রম নন। স্বৈরাচার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা কার্যক্রম নিয়েও আজ মঙ্গলবার (৬ আগস্ট) কথা বলেছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন কায়েস। সবাইকে সালাম দিয়ে ক্রিকেট নিয়ে তার ভাবনা তুলে ধরেন এই তারকা। তার মতে, বিসিবিকেও মুক্ত করতে হবে ক্ষমতার কালো থাবা থেকে। দায়িত্ব ছেড়ে দিতে হবে তরুণদের হাতে।
কায়েস বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে।’
কায়েস আরও বলেন, ‘খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।’