কাতার বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে পার্টি ও যৌনতা

চলতি বছর নভেম্বরে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। সময়ের হিসাবে এখনও প্রায় সাড়ে চার মাস বাকি। তবে, বিশ্বকাপের বছর বলে কথা। টুর্নামেন্ট শুরু হতে দেরি হলেও, ফুটবলের বৈশ্বিক আসরের রোমাঞ্চে অংশ নিতে টিকেটের জন্য হুমড়ি খাচ্ছেন ফুটবল অনুরাগীরা।
বিশ্বকাপের সাত মাস আগেই ২৩ মিলিয়নের বেশি মানুষ টিকেটের জন্য আবেদন করেছেন। এর মধ্যে অনেকেই পেয়ে গেছেন সোনার হরিণ। কিন্তু কাতারে যাওয়া দর্শকদের অগ্রিম সতর্কবার্তা জানাচ্ছে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী। তারা মনে করছে, আসন্ন কাতার বিশ্বকাপের সময় সেখানে কেউ অবৈধ যৌনতা কিংবা পার্টি করলে শাস্তির মুখে পড়তে পতে পারে। ডেইলি স্টার ইউকের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যৌনতায় জড়ালে, পার্টি করলে, মাদক নিলে কিংবা সমকামীতার কারণে ৭ বছরের জেল-জরিমানা হতে পারে। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কিংবা বিশ্বকাপে কেমন নিয়ম-নীতি হবে সেসবও জানানো হয়নি।

কিন্তু ওই প্রতিবেদনে পুলিশের সূত্রের বরাত দিয়ে বলা হয়, ‘আপনি যদি স্বামী-স্ত্রী না হন, তাহলে কাতার বিশ্বকাপে যৌনতার সুযোগ নেই। টুর্নামেন্ট চলাকালীন কোনো প্রকার ওয়ান নাইট স্ট্যান্ডের সুযোগ থাকবে না। কোনো পার্টি করার সুযোগ থাকবে না। প্রত্যেককে তাদের আচরণের সেরাটা প্রদর্শন করতে হবে। নিজেদের সংযত ও সংবরণ করতে হবে। যারা সেটা করতে ব্যর্থ হবে তাদেরকে জেলে যেতে হবে। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো আসরে যৌনতা নিষিদ্ধ হতে যাচ্ছে। আর এটার জন্য আগে-ভাগেই ভক্ত-সমর্থকদের প্রস্তুতি নিয়ে যেতে হবে।’
২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। একই দিন স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকোয়েডরের। এর পরদিনই ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।