কারা আছেন সর্বকালের সেরা ভারতীয় ওয়ানডে একাদশে
ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০০তম ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রাখেন রোহিত শর্মারা। অবশ্য সার্বিক পারফম্যান্স বিবেচনায় উইজডেন সর্বকালের সেরা ভারতীয় ওয়ানডে একাদশ বেছে নিয়েছে। এক নজরে দেখে নিন ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দলে কারা জায়গা পেয়েছেন।
উইজডেন ইন্ডিয়ার ঘোষিত একাদশের ওপেনিংয়ে আছেন রোহিত শর্মা ও কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বর্তমান ভারতীয় অধিনায়ক ৪৮.৯৬ গড়ে ৯,২০৫ রান করেছেন। যাতে ২৯টি সেঞ্চুরি। ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ২৬৪ রান। আর শচীন ৪৪.৮৩ গড়ে ১৮, ৪২৬ রান করেন। সেঞ্চুরি আছে ৪৯টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ২০০ রান।
এর পরেই আছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ৪০.৯৫ গড়ে ১১,২২১ রান করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক। ২২টি সেঞ্চুরি রয়েছে তাঁর। আর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৮৩ রান।
চারে আছেন সদ্য অধিনায়কত্ব হারানো বিরাট কোহলি। ৫৮.৫৩ গড়ে ১২,২৯৩ রান করেন তিনি। এরই মধ্যে ৪৩টি সেঞ্চুরি করেছেন তিনি। সৌরভের মতেই তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ১৮৩ রানের।
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং এই তালিকায় আছেন পাঁচ নম্বরে। ৩৬.৪৭ গড়ে ৮,৬০৯ রান করেন ১৪টি সেঞ্চুরি করা এই তারকা। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫০ রানের। বল হাতেও যুবরাজ ১১০টি উইকেট নিয়েছেন। একবার ৫ উইকেট নেন।
অবধারিতভাবেই এই দলে আছেন ভারতের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার)। ৫০.২৩ গড়ে ১০,৫৯৯ রান করা এই তারকা নয়টি সেঞ্চুরি করেন। তাঁরও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৮৩ রান।
দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কপিল দেবকে। যিনি ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। যেটি ছিল ভারতের প্রথম বিশ্বকাপ। তিনি ২৩.৭৯ গড়ে ৩৭৮৩ রান করেন, যাতে একটি সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৭৫ রানের। বল হাতে কপিল ২৫৩টি উইকেট নেন।
এই দলে দুজন স্পিনার রাখা হয়। একজন হরভজন সিং, অন্যজন অনিল কুম্বলে। ৩৩.৪৭ গড়ে ২৬৫টি উইকেট নেন হরভজন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনবার। তাঁর সেরা বোলিং ৩১ রানে ৫ উইকেট। কুম্বলে ৩০.৮৩ গড়ে ৩৩৪ উইকেট নেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার। সেরা বোলিং ১২ রানে ৬ উইকেট।
দুজন পেসার জাহির খান ও জাভাগাল শ্রীনাথ আছেন একাদশে। ৩০.১১ গড়ে ২৬৯টি উইকেট নেন এবং ইনিংসে একবার ৫ উইকেট জহির। শ্রীনাথ ২৮.০৮ গড়ে ৩১৫টি উইকেট, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনবার। সেরা বোলিং ২৩ রানে ৫ উইকেট।