কাল সাকিবের খুলনা মুখোমুখি হবে রাজশাহীর
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আগামীকাল রোববার মাঠে নামবে জেমকন খুলনা। নিজেদের ষষ্ঠ ম্যাচে তাঁরা মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহীর। হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া রাজশাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
নিজেদের প্রথম ম্যাচেই ফরচুন বরিশালের বিপক্ষে দারুণ এক জয়ে যাত্রা শুরু করে সাকিব-মাহমুদউল্লাহর খুলনা। প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১৫২ রান করেছিল বরিশাল। জবাবে এক বল বাকি রেখে ছয় উইকেটে ১৫৫ রান তোলে জয়ের স্বাদ নেয় খুলনা। শেষ দিকে আরিফুল হকের ৩৪ বলে অপরাজিত ৪৮ রান খুলনাকে মধুর জয়ের স্বাদ দেন। শেষ ওভারে জয়ের জন্য ২২ রানের প্রয়োজনে মেহেদী হাসান মিরজকে চারটি ছক্কা মেরেছিলেন আরিফুল।
জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচে হারে খুলনা। মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ছয় উইকেটে ও গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে নয় উইকেটে ম্যাচ হারে খুলনা। দুই ম্যাচ হারের পর টানা দুই জয় তুলে নেয় খুলনা। বেক্সিমকো ঢাকাকে ৩৭ রানে ও বরিশালকে আবার হারায় খুলনা। দ্বিতীয় দেখায় এবার বরিশালের বিপক্ষে ৪৮ রানে ম্যাচ জিতে খুলনা। এবার হ্যাটট্রিক জয়ে চোখ খুলনার। পাঁচ খেলায় তিনটি জয় ও দুটি হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে খুলনা।
অন্য দিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেহেদী হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে দুই রানে হারিয়ে শুভ সূচনা করেছিল রাজশাহী। সাত নম্বরে নেমে ৩২ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫০ রান করেন মেহেদী। আর শেষ ওভারে ঢাকার নয় রানের প্রয়োজনে বল হাতে মাত্র ছয় রান দেন মেহেদী। ফলে দারুণ জয়ে শুরু হয় রাজশাহীর।
দ্বিতীয় ম্যাচে সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনাকে ছয় উইকেটে হারায় রাজশাহী। টানা দ্বিতীয় জয়ে চাঙ্গা হয়ে উঠে রাজশাহীর শিবির।
এর পরই পথ হারায় রাজশাহী। টানা তিন ম্যাচ হেরে এখন বেকাদায় তারা। বরিশালের কাছে পাঁচ উইকেটে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে মাত্র এক রানে ও ঢাকার কাছে ২৫ রানে হেরেছে রাজশাহী।
পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রাজশাহী। খুলনার বিপক্ষে ম্যাচের আগে রাজশাহীর ব্যাটসম্যান রনি তালুকদার বলেন, ‘আমরা ভালো খেলছি। কিন্তু কাছাকাছি গিয়ে কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের ওপর প্রভাব ফেলেছে। মূলত আমাদের বোলিং ভালো হচ্ছে না। আমাদের বোলাররা ভালো করলে আমরা ম্যাচ জিতব। টানা তিন ম্যাচ হেরে আমাদের সামনে এখন জয় ছাড়া অন্য কোনো পথ নেই। তাই পরের ম্যাচে জয়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’